“ব্র্যান্ড বাংলা” বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছে। আমাদের প্রধান ওয়েবসাইটে প্রবেশ করলে সাব ওয়েবসাইটের লোগো দেখবেন। পছন্দের বিষয় জানতে লোগোর উপরে ক্লিক করলে সাব ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। “ব্র্যান্ড বাংলা” লিখার উপরে ক্লিক করে প্রধান ওয়েবসাইটে প্রবেশ করুন।
========================================================
তোকমা দানার স্পেশাল লেবু পানি
রেসিপি ও ছবিঃ হেলেনা পারভিন রুমা
উপকরণঃ ঠান্ডা পানি ১ গ্লাস
তোকমা দানা চা চামচ
লেবুর রস ২ টে চামচ
বিট লবণ ১/২ টে চামচ
পুদিনা পাতা কয়েকটি
তৈরি করার নিয়মঃ প্রথমে একটা গ্রাসে তোকমা দানা দিয়ে ১০ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। উপরের সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিলেই হয়ে গেল রিফ্রেশিং এই পানীয় তোকমা দানার স্পেশাল লেবু পানি।