নারিকেল দুধের লাচ্ছি
রেসিপি ও ছবিঃ ফারহানা শারমিন তৃষা
উপকরণঃ নারিকেল দুধ (ঠান্ডা) ১ গ্লাস
টক দই আধা গ্লাস
চিনি ৩ টে চামচ
ছোট কলা অর্ধেক টি
কনডেন্সড মিল্ক ২ টে চামচ
তৈরি করার নিয়মঃ সব উপকরণ এক সাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে ফ্রিজে ১ ঘন্টার জন্য রেখে দিন। ১ ঘন্টা পর বের করে পরিবেশন করুন।