Home সকল রেসিপি বারবিকিউ চিকেন

বারবিকিউ চিকেন

========================================================

“ব্র্যান্ড বাংলা” বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছে। আমাদের প্রধান ওয়েবসাইটে প্রবেশ করলে সাব ওয়েবসাইটের লোগো দেখবেন। পছন্দের বিষয় জানতে লোগোর উপরে ক্লিক করলে সাব ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। “ব্র্যান্ড বাংলা” লিখার উপরে ক্লিক করে প্রধান ওয়েবসাইটে প্রবেশ করুন।

========================================================

বারবিকিউ চিকেন

রেসিপি ও ছবিঃ হেলেনা পারভিন রুমা

উপকরণঃ মুরগি ১ কেজি ওজনের ২টি (পছন্দ মতো টুকরা করে কাটা)

মেরিনেশানের উপকরণঃ আদা বাটা ২ চা চামচ
রসুন বাটা ২ চা চামচ
লাল মরিচের গুঁড়া ২ চা চামচ
সরিষা ভেজে গুঁড়া করা ২ চা চামচ
গোলমরিচের গুঁড়া ১ চা চামচ
ধনে গুঁড়া ১ চা চামচ
জিরার গুঁড়া ১ চা চামচ
ওয়েস্টার সস ৩ টে চামচ
সয়াসস ৩ টে চামচ
টমেটোর সস ৪ টে চামচ
বারবিকিউ সস ১/২ কাপ
সরিষার তেল ১/২ কাপ
চিনি ১ চা চামচ
লবণ (পরিমাণ মত) ও (তবে খেয়াল রাখতে হবে সসগুলোতেও লবণ থাকে)

আরও নিয়েছিঃ ভাজার জন্য সয়াবিন তেল ২ টে চামচ

রান্না করার নিয়মঃ প্রথমে মুরগির টুকরাগুলো কেটে মাঝখানে মাঝখানে ছুরি দিয়ে দাগ কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার টুকরাগুলো ট্যিসু পেপার বা নরম তোয়ালের উপর রেখে পানি শুকিয়ে নিন। একটি পাত্রে মেরিনেশানের সব উপকরণ এক সঙ্গে মিশিয়ে মুরগির টুকরাগুলো দিয়ে মিনিমাম ৩-৪ ঘন্টা মেরিনেট করতে হবে। আমি সারা রাত মেরিনেট করি এতে করে মসলাগুলো চিকেনের ভিতর পর্যন্ত যায়।

এবার একটি ফ্রাই প্যানে তেল গরম করে মুরগির টুকরাগুলো ঢেকে ৮-১০ মিনিট ভাজতে হবে। তারপর ঢাকনা খুলে টুকরাগুলো উলটিয়ে ভাজতে হবে একটু পোড়া পোড়া করে। হয়ে গেলে নামিয়ে ফেলতে হবে। এবার গরম গরম বারবিকিউ চিকেন পরিবেশন করুন। বারবিকিউ সস, সালাদ, রুটি, পরোটা অথবা নানের সাথে।

নোটসঃ
* মুরগির টুকরা অনুযায়ী মসলা কম বা বেশি হতে পারে।
* ওভেনে করলে ১৮০ ডিগ্রি সে. প্রি-হিটেড ওভেনে ২৫-৩০ মিনিট বেক করতে পারেন অথবা শিকে গেঁথে আগুনে / বারবিকিউ চুলায় পোড়াতে পারেন।

Exit mobile version