Homeসকল রেসিপিমেডিটেরিয়ান রোস্ট চিকেন

মেডিটেরিয়ান রোস্ট চিকেন

মেডিটেরিয়ান রোস্ট চিকেন

রেসিপি ও ছবিঃ ফারহানা শারমিন তৃষা

উপকরণঃ মুরগি (চামড়া ছাড়িয়ে নেওয়া) দেড় কেজি ১টি
টক দই ২ টে চামচ
পাপ্রিকা ১ টে চামচ
সি সল্ট বা লবণ স্বাদ মতো
পেঁয়াজ বাটা ১ টে চামচ
আদা বাটা ২ টে চামচ
রসুন বাটা ২ টে চামচ
চিলি ফ্লেক্স ১ চা চামচ
ভাজা ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া ২ চা চামচ
লেবুর রস (বড় লেবু রস করে নেওয়া) ১টি
মধু ১ টে চামচ

তৈরি করার নিয়মঃ প্রথমে মুরগি খুব ভালোভাবে পরিস্কার করে চাকু দিয়ে পুরো মুরগিতে হাল্কা করে স্লিট করে নিন বা চিড়ে নিন অল্প করে করে। পেপার টাওয়েল দিয়ে মুছে নিয়ে রোস্ট এর সব মসলা দিয়ে মাখিয়ে ২/৩ ঘন্টা ম্যারিনেট করে রাখুন ফ্রিজে। এতে মাংস খুব সফট হবে এবং মসলার স্বাদ পাওয়া যাবে। ওভেন ৪২০ ডিগ্রী ফারেনহাইট এ ৫ মিনিট প্রি-হিট করুন। ফ্য়েরিজ থেকে চিকেন বের করে বেকিং ট্রে তে নিয়ে ৪২০ ডিগ্রী তে ১ ঘন্টার জন্য বেক হতে দিন। ১ ঘন্টা পর ব্রয়েল করে নিন হাই হিটে ১০ মিনিট এতে একটু পোড়া পোড়া ফ্লেভার আসবে এবং রঙ টাও সুন্দর হবে।

চুলায় রান্না করতেঃ চুলায় এটি তৈরি করার জন্য গ্রিল প্যান প্রয়োজন। গ্রিল প্যানে বাটার দিয়ে চিকেন দিয়ে দু পাশ উল্টে পালটে নিয়ে ভালোভাবে হাল্কা পোড়া পোড়া করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মজার এই চিকেন ডিশ টি।

বাংলা রেসিপি - BrandBangla.org
বাংলা রেসিপি - BrandBangla.orghttp://banglarecipe.brandbangla.org
"বাংলা রেসিপি" ওয়েবসাইট বাংলাদেশের সবচেয়ে বড় রেসিপি ওয়েবসাইটগুলোর মধ্যে অন্যতম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী আমাদেরকে রেসিপি দিচ্ছেন। আমাদের ওয়েবসাইটটি দেশের গন্ডি পেরিয়ে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ বিভিন্ন দেশের মানুষের কাছে রেসিপিগুলো নিয়ে যেতে সক্ষম হয়েছি।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জনপ্রিয় রেসিপি