========================================================
“ব্র্যান্ড বাংলা” বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছে। আমাদের প্রধান ওয়েবসাইটে প্রবেশ করলে সাব ওয়েবসাইটের লোগো দেখবেন। পছন্দের বিষয় জানতে লোগোর উপরে ক্লিক করলে সাব ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। “ব্র্যান্ড বাংলা” লিখার উপরে ক্লিক করে প্রধান ওয়েবসাইটে প্রবেশ করুন।
========================================================
ম্যাঙ্গো ফ্লেভার্ড প্রিন্টেড পাটিসাপটা
রেসিপি ও ছবিঃ নাদিয়া আফরীন চৌধুরী
ফিলিং এর উপকরণঃ দুধ ১ কেজি
চিনি ১ কাপ (যে যেমন মিষ্টি পছন্দ করেন)
লবণ ১/৩ চা চামচ
এলাচের গুঁড়া ১/২ চা চামচ
পোলাও চালের গুঁড়া ১/২ কাপ
ঘন আমের পিউরি ১ কাপ
ফিলিং তৈরীর নিয়মঃ পোলাও চাল গুঁড়া ভিজিয়ে বেটে রাখুন। তারপর প্যানে দুধ, লবণ, এলাচের গুঁড়া দিয়ে চুলায় জ্বাল দিয়ে ১টা বলক তুলে রাখুন। এবার মিশ্রণটি দুধের মধ্যে দিয়ে অনবরত নাড়তে থাকুন। ১৫-২০ মিনিট নাড়ার পরে চালটা সেদ্ধ হলে চিনি দিয়ে ভালো করে নেড়ে নিন। মিডিয়াম আঁচে বেশ খানিকটা সময় নিয়ে মিশ্রণটা নেড়েচেড়ে ঘন হলেই চুলা বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নিন। এর সাথে পাকা আমের রস দিয়ে ভালো করে মিশিয়ে নিন। আবার জাল দিয়ে ঘন করে রাখুন।
পাটিসাপটার রুটির তৈরির উপকরণঃ আতপ চালের গুঁড়া ১ কাপ
ময়দা আধা কাপ
কাঁচা সুজি ১/৪ কাপ
চিনি ১ টে চামচ
ম্যাঙ্গো ফ্লেভার্ড প্রিন্টেড পাটিসাপটা
সরিষার তেল প্রয়োজন মতো
লবণ স্বাদ মতো
কুসুম গরম পানি (মিডিয়াম পাতলা ব্যাটার করতে যতটুকু প্রয়োজন)
প্রিন্ট এর জন্য অরেন্জ, রেড,গ্রীন ফুড কালার ১/২ চা চামচ করে।
পাটিসাপটার রুটির তৈরির নিয়মঃ প্রথমে চালের গুঁড়া, ময়দা, সুজি, চিনি, লবণ দিয়ে এক সাথে মিশিয়ে অল্প অল্প করে কুসুম গরম পানি মিশিয়ে নিন। যেন ব্যাটারটা মিডিয়াম পাতলা হয়। এবার এই গোলানো ব্যাটার থেকে সামান্য পরিমাণ ব্যাটার আলাদা করে তিনটি পাত্রে নিয়ে ফুড কালার মিশিয়ে আধা ঘন্টা ঢেকে রাখুন।
আধা ঘন্টা পরে বেশি ঘন মনে হলে সামান্য কুসুম গরম পানি মিশিয়ে ব্যাটারটা পাতলা করে নিতে পারেন। এবার চুলায় মিডিয়াম হিটে ফ্রাইপ্যানে সরিষার তেল দিয়ে গরম করে চা চামচ দিয়ে প্যানের একেক স্থানে কালারিং ব্যাটার অল্প অল্প করে পছন্দমত শেপ করে দিন।
কয়েক সেকেন্ড পর এটার উপর দ্রুত সাদা ব্যাটারটা দিয়ে প্যানের হাতল ধরে দ্রুত ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা পাতলা করে চারদিকে ছড়িয়ে দিন। কিছুক্ষণ পর রুটির এক সাইডে ম্যাঙ্গো ফিলিং দিয়ে সাবধানে স্প্যাচুলা দিয়ে ঘুরিয়ে রোল করে নিলেই তৈরি হয়ে যাবে ম্যাঙ্গো ফ্লেভার্ড প্রিন্টেড পাটিসাপটা।